নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা

Hajjপবিত্র হজ্ব পালন শেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ হাজীরা। লাখ লাখ হাজী পবিত্র নগরী থেকে বাসযোগে বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও জেদ্দা ইসলামিক পোর্টে যাচ্ছেন। এ বছর বাড়তি নিরাপত্তা থাকায় সহজে, নিরাপদে ও সুবিধা মতো হজ্ব পালন করেছেন মুসলমানরা।
সৌদী বাদশাহ সালমান ও সরকারি সংস্থার সহায়তার সেবায়  মুসলমানরা  হজ্ব পালন করেছেন। এই জন্য অনেকে বাদশাহ সালমান ও সরকারি সংস্থার প্রশংসা করেছেন। গ্রান্ড মসজিদের নিরাপত্তায় এবার স্বাচ্ছন্দে হজ্ব পালন করায় সৌদী সরকারের প্রশংসা করেছেন স্থানীয় ও বিদেশী হাজীরা।
মিসর ফেরত হাজীরা সৌদি আরবে অবস্থানকালে সরকারি সংস্থার সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আলেকজান্দ্রিয়ার সাইদ আবু ইসমাইল বলেন, গ্রান্ড মসজিদের বিস্তৃত স্থানে বিচরণের কারণে এবছর সহজে ও দ্রুত হাজীরা পরিভ্রমণ করতে পেরেছেন। এ বছর হাজীদের সেবা ও অতিরিক্ত নিরাপত্তা দেওয়ায় সরকারি কর্তকর্তা ও ধর্মীয় নেতাদের প্রশংসা করেন তিনি।
এ বছর বাংলাদেশ, পকিস্তান ও ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৮ লাখ হাজী হজ্ব পালন করতে সৌদি আরবে আসেন। এ বছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সৌদি সরকার। ১৭ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হয় শুধু হজ্বের নিরাপত্তার জন্য।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button