দু’দলই দেশের বোঝা: হাফিজ উদ্দিন খান
প্রধান দুই রাজনৈতিক দল দেশের বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। শনিবার ইষ্ট ওয়েস্ট মিডিয়া হাউজের কনফারেন্স রুমে ‘স্থানীয় সরকার : সংবিধান ও রাজনীতি’ শীর্ষক বাংলানিউজ সংলাপে এক পাঠকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের রাজনীতি কলুষিত হয়ে গেছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার।
হাফিজ উদ্দিন বলেন, আগামীতে কাকে ভোট দেবো সে বিষয়ে দ্বিধায় ভুগছি। সুযোগ থাকলে ‘না’ ভোট দিতাম। সেই সুযোগও তুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে সেনা মোতায়েন হবে কিনা সেটি নির্বাচন কমিশনের বিষয়। কিন্তু বিএনপি সেনা মোতায়েন চায়। আর আওয়ামী লীগ এর জবাব দেয়। কিন্তু এটি তাদের বলার কথা নয়।
সংলাপে অন্যদের মধ্যে অংশ নেন সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম প্রমুখরা।