যে কোনো হামলা মোকাবেলায় সক্ষম সিরিয়া : বাশার
যে কোনো হামলা মোকাবেলায় সিরিয়া সক্ষম বলে দাবি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামার সিরিয়ায় সামরিক হামলার হুঁশিয়ারির একদিন পরই এ মন্তব্য করলেন তিনি।
রবিবার ইরানের এক কর্মকর্তার সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের এ বক্তব্য প্রচার করে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
যুক্তরাষ্ট্রের হামলার হুঁশিয়ারির প্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, সিরিয়া যে কোনো বহি:শক্তির আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম। আর হামলার জন্য যুক্তরাষ্ট্র যে হুমকি দিচ্ছে তার প্রেক্ষিতে সিরিয়া তার অবস্থান থেকে নড়বে না। আঞ্চলিক ও পশ্চিমা কিছু দেশ যেগুলো যুক্তরাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে সিরিয়া লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আসাদ সরকার গত ২১ আগস্ট গোওতা এলাকায় যে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে তার শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। আর এর জবাব দিতে সীমিত সামরিক অভিযানের জন্য যুক্তরাষ্ট্র সেনারা প্রস্তুত।