পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী
ব্রিটেনের তিন বিজ্ঞানী এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার সুইডেনের স্টকহোম থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।
পদার্থের বিশেষ একটি অবস্থাসংক্রান্ত গবেষণার জন্য ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ডেভিড জে থাউলেস প্রিন্সটন ইউনিভার্সিটির এফ ডানকান এম হলডেন ও ব্রাউন ইউনিভার্সিটির জে মাইকেল কস্টেরলিজের নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন বিজ্ঞানী এক অজানা জগতের দুয়ার উন্মোচন করেছেন, যেখানে পদার্থ বিচিত্র দশায় বদলে যেতে পারে। এই গবেষণায় তারা সুপার কন্ডাক্টর, সুপার ফ্লুইড ও পাতলা ম্যাগনেটিক ফিল্মের আচরণ বুঝতে উচ্চতর গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছেন। তাদের এই পথ দেখানো গবেষণার ফলে ইলেক্ট্রনিক্সে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে।