সৌদীর বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে যুক্তরাষ্ট্র
নাইন ইলেভেন নিয়ে সৌদীর বিরুদ্ধে মার্কিন সিনেটে অভিযোগ পাশের পর বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। আরব বিশ্বের চাপের মুখে পিছু হটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তায় মার্কিন সিনেটে সৌদীর বিরুদ্ধে বিল পাসের পর আরব বিশ্বের অনেকগুলো দেশই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ পদক্ষেপের সুষ্পষ্ট বিরোধিতা করেন।
এরদোগান বলেন, আমি মার্কিন সিনেট ও কংগ্রেসে পাস হওয়া ওই বিলের বিরোধিতা করছি। ৯/১১ হামলায় সৌদীর সংশ্লিষ্টতার অভিযোগ দুঃখজনক। এ আইন নীতিবিরুদ্ধ। আমরা চাই খুব শিগগির এ আইন বাতিল করবে যুক্তরাষ্ট্র।
আরব নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন সিনেটে সৌদি আরবের বিরুদ্ধে বিল পাসের পর দিনই রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সৌদী যুবরাজ মুহাম্মদ বিন নায়েফের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাতে মুহাম্মদ বিন নায়েফকে এরদোগান বলেন, সৌদি আরবের যে কোনো ধরনের বিপদে পাশে থাকবে তুরস্ক।
যুবরাজ মুহাম্মদ বিন নায়েফ আশা প্রকাশ করেছেন, শিগগির মার্কিন সিনেট এই বিল থেকে পিছু হটবে।