জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুটারেস
জাতিসংঘের মহাসচিব পদে টানা দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন বান কি মুন। চলতি বছরের ৩১ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো তার মেয়াদ শেষ হচ্ছে বান কি মুনের পর জাতিসংঘের নতুন মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুটারেস । নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ মহাসচিব নির্বাচনে গোপন ভোট দেয়। নির্বাচনে অ্যান্তোনিও গুটারেস বিপক্ষে কোনো ভোট পড়েনি। গুটেরেসের পক্ষে ভোট পড়ে ১৩টি, অপর দুই সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে।
নিরাপত্তা পরিষদের মনোনয়ন নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিক ভোট হবে। এতে চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বছরের শুরুতে পাঁচ বছরের জন্য জাতিসংঘের দায়িত্ব পাবেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ৬৬ বছর বয়স অ্যান্টেনিও গুটেরেস গত দশ বছর ধরে জাতিসংঘ শরণার্থী সংস্থা প্রধানের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০০৭ সালের ১ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন বান কি মুন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর তার প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর কোন বিরোধিতা না আসায় ২০১১ সালের ২১ জুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেন দক্ষিণ কোরিয়ার নাগরিক মুন।