নৌকায় ভোট দিলে এ দেশের মানুষ কিছু পায় : প্রধানমন্ত্রী

Hasinaনৌকা মার্কায় ভোট দিলে এ দেশের মানুষ কিছু পায়, অন্যরা দেয় না। প্রধানমন্ত্রী আশুলিয়ার নারীশ্রমিকদের আবাসন সুবিধা নিরসনে শ্রমিকদের জন্য ডরমেটরির ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আশুলিয়া কলেজ মাঠে আসেন। সেখান থেকে তিনি সরাসরি আশুলিয়ার চারাবাগ এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা পোশাকশ্রমিকদের আবাসন সুবিধা নিরসনকল্পে একটি ১২তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্মিতব্য একটি বিশাল প্যান্ডেলে নারীশ্রমিক ও সুধী সমাবেশে যোগ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ফজিলাতুন নেসা, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক আশরাফুজ্জামান, তরিকুল ইসলাম, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ফজিলাতুন নেসা এমপি, মুন্নুজান সুফিয়ান এমপি, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বক্তব্যে প্রধানমন্ত্রী প্রথমেই রানা প্লাজায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন। প্রত্যেকটি পরিবারের বাবা-মা, সন্তান, স্বামী অথবা স্ত্রীকে আলাদাভাবে অর্থ দেয়া হয়েছে। সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার গ্রহণ করা হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যখনই শ্রমিকদের মজুরি বাড়ানো হয় তখনই বাড়িওয়ালারা ভাড়া বাড়ান। তিনি এ সময় আরো জানান, প্রথম পর্যায়ে আশুলিয়ায় এক হাজার নারীশ্রমিক থাকতে পারবেন এমন একটি ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। গার্মেন্ট মালিকদের কাছ থেকে ১ শতাংশ সুদে ঋণ নিয়ে ডরমেটরি নির্মাণের জন্য আশ্বাস দেন তিনি। একমাত্র আওয়ামী লীগই শ্রমিকদের কল্যাণে কাজ করে। বিএনপি এলে তা বন্ধ করে দেয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, শ্রমিকদের তিন হাজার টাকা ন্যূনতম মজুরি করেছে এ সরকার। মাত্র তিন বছরের মাথায় আবার তা বৃদ্ধি করার জন্য গার্মেন্ট মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, তেঁতুল তত্ত্বের হেফাজতি হুজুর বলেছে, কাস ফোরের বেশি মেয়েরা পড়তে পারবে না। শাপলা চত্বরে নাকি আড়াই হাজার লোক হত্যা করা হয়েছে কিন্তু সেখান থেকে কমে ৬১ জন হয়েছে। মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এসব হেফাজতি। কুরআন শরীফ হাতে নিয়ে যারা কুরআন শরীফ পোড়ায় তারা কিভাবে ইসলামের হেফাজত করবে? ধর্মের নাম নিয়ে যারা অপপ্রচার করে তারা কিসের ইসলামের হেফাজতকারী। বঙ্গবন্ধু এ দেশে মদ, জুয়া বন্ধ করেছিল। মেজর জিয়া মার্শাল ল দিয়ে ক্ষমতা দখল করে এ সবের লাইসেন্স দেয়। তিনি এ সময় হাজার হাজার নারীর সামনে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button