ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা
সপ্তাহের শুরুতে শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে। রোববার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে কমেছে মূল্যসূচক ও বাজার মূলধন। এর মধ্যে ডিএসইর সূচক কমেছে ৭০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ২ হাজার কোটি টাকা। তবে উভয় শেয়ারবাজারেই রোববার লেনদেন কিছুটা বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে রোববার ৩২৪টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ২১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মূল্য ৫৫৯ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৮ দশমিক ৬৩ পয়েন্টে নেমে এসেছে।