জঙ্গল ক্যাম্পের শিশুদের ব্রিটেনে আশ্রয় দেয়ার আহ্বান
ক্যালেই এর ‘জঙ্গল ক্যাম্পে’ থাকা শরণার্থী শিশুদের ব্রিটেনে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছে ফ্রান্স। ফ্রান্স ও ব্রিটেনের সীমান্তে ক্যালেইর ‘জঙ্গল ক্যাম্পে’ প্রায় ১০ হাজার শরণার্থী ব্রিটেনে ঢোকার প্রতীক্ষায় আছে। এর আগে রেডক্রস অভিযোগ করে ব্রিটেন তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বারনার্ড ক্যাজেনিউভ বলেন, তিনি লন্ডনে বৈঠকের সময় এব্যাপারে ব্রিটেনের ওপর চাপ সৃষ্টি করবেন। জঙ্গল ক্যাম্প শিগগিরই তুলে ফেলা হবে।
রেড ক্রস জানিয়েছে, সেখানে কয়েক শত শিশু আছে যাদের পরিবারের কেউ না কেউ ব্রিটেনে বসবাস করে। তাদেরকে তাদের পরিজনদের সঙ্গে মিলিত হতে দেওয়া হচ্ছে না। তাদেরকে কল্পনাতীত দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।
‘জঙ্গল ক্যাম্পের’ অধিকাংশ শরণার্থী এসেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া,ইরাক ও আফগানিস্তান থেকে।