লোকসানে শীর্ষে সোনালী ব্যাংক
বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর মধ্যে মুনাফার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আর লোকসানে শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। গত এক বছরের হিসাবে (জুলাই, ২০১৫- জুন, ২০১৬) এ তথ্য উঠে এসেছে। ব্যাংকগুলো এ সংক্রান্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মুনাফার শীর্ষে থাকা ১০ ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ৬৭২ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ৪১০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংকের ৪০৪ কোটি টাকা। দি সিটি ব্যাংক ৩৯৫ কোটি টাকা, ইস্টার্ণ ব্যাংক ৩১৫ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ২৫০ কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংক ২২০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংক মুনাফা করেছে ২০৫ কোটি টাকা।
আর লোকসানের শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে ব্যাংকটি লোকসান করেছে ৭০০ কোটি টাকা। আর অগ্রণী ব্যাংক লোকসান করেছে ২৯৫ কোটি টাকা।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দুইটি ব্যাংক লোকসানে রয়েছে। এ দুইটির মধ্যে আইসিবি ২৫ কোটি টাকা, ফার্মার্স ব্যাংক ১২ কোটি টাকা লোকসান করেছে।
এছাড়া বিদেশী ব্যাংকগুলোর মুনাফার শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড এন্ড চার্টার্ড ব্যাংক ৯০০ কোটি টাকা এবং এইচএসবিসি ব্যাংক ৩৬০ কোটি টাকা মুনাফা করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এসময়ে ব্যাংকগুলো সাড়ে ৫ হাজার কোটি টাকার মুনাফা করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৫৬টি তফসিলি ব্যাংকের মোট ১২ লাখ ৩২ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।