হজ ভিসার মেয়াদোত্তীর্ণদের বিরুদ্ধে অভিযান শুরু
সৌদি আরব সোমবার থেকে দেশটিতে অবস্থানরত বিদেশী হাজীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে। হজ ভিসার মেয়াদ শেষ হয়ে যাবার পরও যারা অবৈধভাবে দেশটিতে অবস্থান করছেন তাদের বিরুদ্ধেই এই অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় পত্রিকা ওকাজ জানায়, অপরাধীদের ১৩ হাজার ৩২৯ মার্কিন ডলার সমমূল্যের জরিমানা, ৬ মাসের জেল ও বহিষ্কার করা হবে।
যারা অবৈধ অবস্থানকারীদের আশ্রয়, চাকরি বা নিজের গাড়িতে ভ্রমণ করাব তাদেরকেও ২৬ হাজার ৬৬২ মার্কিন ডলার জরিমানা ও ৬ মাসের কারাদন্ড ভোগ করতে হবে।
সৌদি আরবে ওমরাহ্ বা হজ ভিসা নবায়নযোগ্য নয়। যারা এ ভিসা নিয়ে সেখানে যান তাদের চাকরী বা মক্কার বাইরে যাওয়ার অনুমতি নেই।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, গত হজ মৌসুমে দেশটিতে প্রায় ১৮ লাখ হাজি হজ করেছেন। এদের অধিকাংশই বিদেশী।