সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০
সিলেট এমসি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা এক ছাত্রদল কর্মীর মোটর সাইকেলও ভাংচুর করে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার বেলা ১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের পর ছাত্রদল ক্যাম্পাস ত্যাগ করলে ক্যাম্পাসের দখল নেয় ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকালে এমসি কলেজের পার্শ্ববর্তী সিলেট সরকারি কলেজে আধিপত্য নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর সরকারি কলেজ ছাত্রদলের কর্মী শাহী এমসি কলেজে আসলে ছাত্রলীগ নেতাকর্মীরা তার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মারধর করেন। খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাসে এলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। খবর পেয়ে র্যাব ও পুলিশ ক্যামপাসে অবস্থান নেয়। শাহপরাণ থানার ওসি আকতার হোসেন জানান, এমসি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।