বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তিন বছরে ২০০ কোটি ডলার সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘বাংলাদেশে চমৎকার পরিবেশ বিরাজ করছে। বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’ এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।
দারিদ্র্য নির্মূল দিবস উপলক্ষে গত রোববার দুই দিনের সফরে ঢাকায় আসেন জিম ইয়ং কিম।
আজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত সোশ্যাল ডেভেলপমেট ফাউন্ডেশনের (এসডিএফ) ‘নতুন জীবন’ প্রকল্প পরিদর্শন করেন সংস্থাটির প্রেসিডেন্ট ।
এবারের ‘বিশ্ব দারিদ্র বিমোচন দিবস’ বাংলাদেশেই পালন করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বিশ্ব ব্যাংকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি। তার ঢাকা সফরকে দারিদ্র বিমোচনে দেশের সাফল্যের ‘স্বীকৃতি’ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী মুহিত।
অন্যদিকে বিশ্বব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে বাংলাদেশ সরকারের তিক্ত স্মৃতি মুছে দেবে জিম ইয়ং কিমের ঢাকা সফর।