মক্কায় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
সৌদি আরবে প্রতি বছরের মত এবছরেও অনুষ্ঠিত হয়ে গেল ৩৮তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০১৬।
গত বৃহস্পতিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে পবিত্র মক্কায় মসজিদুল হারাম শরিফে। হিফজুল কুরআন প্রতিযোগিতায় মোট ১৭০টি দেশের তরুণ কুরআনে হাফেজগণ অংশগ্রহণ করেন। তিন স্তরের বাছাই প্রক্রিয়ায় প্রথমে ৮৭ জন, দ্বিতীয় পর্বে ১৬ জন এবং চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হন ১২ জন। এদের মধ্যে বাংলাদেশের দুইজন প্রতিযোগি মনোনিত হন। প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুফে ৯৬.৫ স্কোর নিয়ে ৫ম স্থান অধিকার করেন চাঁদপুরের হাফেজ ইয়াকুব হোসেন তাজ এবং ৩০ পারা গ্রুফে ৯৬ স্কোর নিয়ে ৬ষ্ট স্থান অধিকার করেন হাফেজ মোহাম্মদ এনাম।
চার বিভাগের মধ্যে ১ম বিভাগে প্রথম হয়ে দেড় লাখ রিয়াল জিতে নেন সৌদি আরবের ফয়সাল বিন মুহাম্মদ, দ্ধিতীয় স্থান লাভ করে এক লাখ পঁচিশ হাজার রিয়াল জিতে নেন সুদানের ওমর মোহাম্মদ আদম। তৃতীয় হয়ে মরক্কোর আনাছ মুহাম্মদ জিতে নেন একলাখ রিয়াল।
২য় বিভাগে প্রথম স্থান লাভ করে এক লাখ বিশ হাজার রিয়াল জিতেন ফিলিস্তিনের আহমেদ বাদা, দ্ধিতীয় হয়ে এক লাখ রিয়াল জিতে নেন লিবিয়ার আনিছ আলী, তৃতীয় হয়ে আশি হাজার রিয়াল জিতেন সৌদি আরবের আব্দুল মালিক বিন মুহাম্মদ।
৩য় বিভাগে প্রথম হয়ে ষাট হাজার রিয়াল জিতেন লিবিয়ার মোহাম্মদ মাহমুদ, দ্ধিতীয় স্থান লাভ করে পঞ্চাশ হাজার রিয়াল জিতে নেন বাহরাইনের আব্দুল্লাহ খলিফা, তৃতীয় হয়ে ক্যামেরুনের ঈসা আব্দুল্লাহ জিতেন চল্লিশ হাজার রিয়াল।
৪র্থ বিভাগে প্রথম হয়ে ত্রিশ হাজার রিয়াল জিতেন ফিলিপাইনের আমির আলদীন, দ্ধিতীয় হয়ে পঁচিশ হাজার রিয়াল জিতে নেন সারায়েভোর রাসেদ, তৃতীয় হয়ে বিশ হাজার রিয়াল জিতেন রিইউনিয়নের ইসহাক সাঈদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিত্র মক্কা নগরির গভর্নর প্রিন্স খালেদ বিন ফয়সল বিন আব্দুল আজিজ আল সৌদ। বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন ধর্ম মন্ত্রী সালেহ বিন আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল শেখ, মসজিদুল হারামের প্রধান ঈমাম শায়েখ ড. আবদুর রহমান সুদাইস, জাতীয় এবং আর্ন্তজাতিক কুরআন প্রতিযোগিতা কমিটির সেক্রেটারি জেনারেল ড. মুনছুর বিন মোহাম্মদ সমীই। বিভিন্ন দেশের হাফেজদের নিয়ে এক সপ্তাহ যাবৎ সুন্দরভাবে প্রতিযোগিতা পরিচালনা করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় উপস্থিত অতিথিগণ।