মা-ছেলের সাক্ষাৎ হচ্ছে সৌদি আরবে!
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেখা হতে পারে সৌদি আরবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম সূত্রে জানায়, বিরোধীদলীয় নেতা বেগম জিয়া আগামী ২৭ জুলাই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।
সূত্রটি আরো জানায়, বেগম খালেদা জিয়া সেখানে ১০ দিন অবস্থান করবেন। একই সঙ্গে ওমরাহ করতে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্বপরিবারে সৌদি আরব আসতে পারেন। এর ফলে মা-ছেলে বহুদিন পর সাক্ষাৎ হতে পারে।