‘ভয়ে’ মঞ্চ ছেড়ে পালালেন ট্রাম্প
হঠাৎ চেঁচামেচি-হট্টগোলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে মঞ্চ ছেড়ে পালালেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে নেভাদা স্টেটের রেনোতে অনুষ্ঠিত এক র্যালি পরবর্তী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এমন ঘটনা ঘটে। রবিবার এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রকে নতুন করে গড়ার দারুণ দারুণ স্বপ্নের কথা বলছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শ্রোতারাও শুনছিলেন মুগ্ধ হয়ে! হঠাৎ ‘বন্দুক’ বলে চেঁচামেচি! ঠিক তখনি কীসের স্বপ্ন, কীসের বক্তৃতা! রণে ভঙ্গ দিয়ে ভোঁ-দৌড় লাগালেন ট্রাম্প! মুহূর্তেই উধাও ট্রাম্প! ট্রাম্পের এমন অদ্ভুত রীতিমত হাসাহাসি পড়ে গেছে মার্কিন মিডিয়াপাড়ায়।
ঘটনাটার আসল ব্যাখ্যায় রয়টার্স বলছে, আসলে ট্রাম্পের সভায় ঘাপটি মেরে বসে থাকা কোনো ‘দুষ্টুবুদ্ধি’র লোক হুট করে ‘বন্দুক’ বলে চেঁচামেচি শুরু করেন। এতেই ভয় পেয়ে যান রিপাবলিকান এই ‘হাতি’ প্রতীকধারী প্রার্থী। আতঙ্কিত হয়ে সব ছেড়েছুড়ে পালান প্রাণভয়ে!
এ বিষয়ে সিক্রেট সার্ভিস এক বিবৃতি দিয়ে জানায়, ট্রাম্প যখন স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে থাকা এক ব্যক্তি বন্দুক বলে চেঁচামেচি শুরু করেন। অবশ্য ওই এলাকায় শেষ পর্যন্ত কোনো বন্দুক পাওয়া যায়নি। আর তাতে আশ্বস্ত হয়ে কয়েক মিনিট পর স্টেজে ফেরত আসেন ট্রাম্প। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাকেট পরা এক ব্যক্তিকে আটক করেছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। দ্রুত এ তৎপরতায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, কেউই বলেনি যে এটা আমাদের জন্য সহজ কিছু হতে চলেছে, কিন্তু কোনো কিছুই আমাদের থামাতে পারবে না!