ট্রাইব্যুনালে দন্ডিতদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার আইন অনুমোদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত কোনো ব্যক্তি ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হবেন না। কারো নাম তালিকায় উঠে থাকলে তা বাতিল করা হবে। এছাড়া কোলাবরেট এ্যাক্ট অনুযায়ি দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য হবে। সোমবার মন্ত্রিসভা এসব ধারা সংযুক্ত করে ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন ২০১৩ খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়া ১৮ বছরের নিচে যে কোনো ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (সংশোধন) আইনের খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া এসব তথ্য জানান।