৩ দিনের সফরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী থেরেসা মে তিনদিনের সফরে গতকাল রোববার ভারতে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর ইউরোপের বাইরে এটিই তার প্রথম সফর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ ভারতের সঙ্গে বেক্সিট পরবর্তী বাণিজ্যিক চুক্তি করতেই ভারতে এসেছেন মে।
এনডিটিভি অনলাইনের সোমবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বন্ধন জোরদারে এই সফরে এসেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন চুক্তি করতে পারেন।
টেরেসা মের সফরসঙ্গীদের মধ্যে ৪০ জন ব্যবসায়ীও এসেছেন। তাঁরা দিল্লিতে প্রযুক্তি সম্মেলনে অংশ নেবেন।
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির মুদ্রা পাউন্ডের দাম ২০ শতাংশ কমেছে গেছে। এ সময় দেশটির অনেক নাগরিক তাদের চাকরি হারিয়েছে।