যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য এবং ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হবে।
সকাল ৬টা থেকে নিউ ইয়র্ক, কানেকটিকাট, ইন্ডিয়ানা ও কেন্টাকির কিছু অংশ, মেইন, নিউ জার্সি ও ভার্জিনিয়া-এ সাতটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। ভারমন্টে ভোটগ্রহণ শুরুহয়েছে ভোর ৫টা থেকে। নর্থ ক্যারেলিনা, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় ভোট সকাল সাড়ে ৬টা থেকে। আর ফ্লোরিডা, ডেলাওয়ার, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, টেনেসির কিছু অংশের ভোট সকাল সাতটা থেকে। এছাড়া সোমবার মধ্যরাতে ঐতিহ্য মেনে নিউ হ্যাম্পশায়ারের তিনটি টাউনে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। অন্য অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনের দিন সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভোটগ্রহণ শুরু হলেও এ তিনটি এলাকায় মধ্যরাতে ভোট হয়। ভোটাভুটিতে ৩২-২৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে তিনটি এলাকায় ভোটগ্রহণ হয়েছে সেগুলো হলো-ডিক্সভিল নচ, হার্ট’স লোকেশন ও মিলসফিল্ড। এ টাউনগুলোর জনসংখ্যা ১০০রও কম। এরমধ্যে দুটিতে হিলারি জয় পেলেও একটিতে ট্রাম্প তাকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। আর তাই ভোটাভুটির দিক থেকে হিলারির থেকে এগিয়ে যান ট্রাম্প।