পরাজয় মেনে নিলেন হিলারি
পরাজয় মেনে নিয়েছেন হিলারী ক্লিন্টন। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়ে পরাজয় স্বীকার করে নিলেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, পরাজয় স্বীকার করে নেওয়া হিলারি সমর্থকদের উদ্দেশে আজ কোনো বক্তব্য দেবেন না। এ ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রচারশিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে পোডেস্টা বলেন, ‘অনেক রাজ্যে আমরা জয়ের কাছাকাছি রয়েছি। তাই আজ আর বলার মতো কিছু নেই।’
সমর্থকদের উদ্দেশে পোডেস্টা আরো বলেন, ‘আপনাদের কণ্ঠ এবং উদ্যম হিলারিসহ আমাদের জন্য ভীষণ উদ্দীপক। আমরা আপনাদের নিয়ে গর্বিত। আমরা তাঁকে (হিলারি) নিয়েও গর্বিত। তিনি দারুণ কাজ করেছেন এবং তাঁর কাজ এখনো শেষ হয়ে যায়নি। এখন চলুন ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ভোটগুলো নিজেদের ঘরে আনি।’