২৮’শ কেটি টাকায় ডেসটিনির এমডি-চেয়ারম্যানের জামিন
অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
আদেশে আদালত বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে ডেসটিনি গ্রুপের বৃক্ষরোপণ প্রকল্পের গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা দিতে হবে ওই দুজনকে। অন্যথায় জামিন অকার্যকর হয়ে যাবে।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট দুজনকে জামিন দিয়েছিলেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাঁদের জামিন স্থগিত করেছিলেন। রবিবার ছয় সপ্তাহের মধ্যে দুই হাজার ৮০০ কোটি টাকা পরিশোধের শর্তে তাঁদের জামিন দেওয়া হয়।
আদালতে আসামিপক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।দুর্নীতির মামলায় গত ২৪ জুলাই হাইকোর্ট ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে জামিন দেন। পরে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ জামিন আদেশ স্থগিত করেন।