তুরস্ক তিউনিসিয়া মিসরে বৃটিশ পর্যটকদের জন্য প্যাকেজে অর্ধেক ছাড়
তুরস্ক, তিউনিশিয়া ও মিসরে সন্ত্রাসী তৎপরতায় ব্রিটিশ পর্যটকদের আগমন ব্যাপক হ্রাস পেয়েছে। বিষয়টি চিন্তায় ফেলেছে এ তিনটি দেশের সরকারকেই। তাই ব্রিটিশ পর্যটকদের জন্যে দেশ তিনিটি ভ্রমণে বিভিন্ন প্যাকেজে একেবারে অর্ধেক ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। ছুটিতে ব্রিটিশ নাগরিকরা যাতে এ দেশগুলো ভ্রমণ করতে আসে তাই এধরনের বিরাট ছাড় দেয়া হচ্ছে।
এমনিতে তুরস্কের নীল মসজিদ, তিউনিশিয়ার সমুদ্র সৈকত, মিসরের মিরামিড সহ বিভিন্ন পর্যটক স্থানগুলো ব্রিটিশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কিন্তু এসব স্থানে একের পর এক সন্ত্রাসী ঘটনায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত গ্রীষ্মে তিউনিশিয়ার রিসোর্ট সোউসি’তে ৩০ জন ব্রিটিশ নাগরিক সহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এরপর মিসরের শারম এল শেকে আইএস জঙ্গিদের হামলায় একটি বিমান ভূপাতিত হলে ২২৪ জন নিহত হয়। একই সঙ্গে তুরস্ক ও সিরিয়া সীমান্তে আইএস জঙ্গিদের হামলা নিয়মিত হয়ে ওঠায় বিষয়টি পর্যটকদের শঙ্কায় ফেলেছে। তাই এসব পরিস্থিতি বিবেচনা করে দেশগুলো ব্রিটিশ পর্যটকদের এধরনের বিরাট ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।