ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন এরদোগান
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কের দৈনিক পত্রিকা হুররিয়াত প্রেসিডেন্ট এরদোগানের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
বেলারুশ থেকে ফেরার পথে বিমানে এরদোগান সাংবাদিকদের জানিয়েছেন, “ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিজয়ের রাতেই তাকে অভিনন্দন জানিয়ে আমি চিঠি লিখেছি। তিনি ২০১৭ সালের ২০ জানুয়ারি ক্ষমতা নেবেন। যদি সম্ভব হয় তাহলে তার আগেই আমরা সাক্ষাৎ করতে পারি।”
এরদোগান বলেন, “আমি ফোনে আলাপের সময় ট্রাম্পকে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে খুশি হব। আমি বলেছি, তিনি যদি প্রথম বিদেশ সফরে তুরস্কে আসেন তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব। তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।” এ সময় এরদোগান বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকা জুড়ে যে বিক্ষোভ মিছিল হচ্ছে তা দিন দিন কমে আসবে এবং চলমান বিক্ষোভ সাময়িক ইস্যু। এরদোগান দাবি করেন, সিরিয়া ইস্যুতে ট্রাম্প ও তার একই রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে।