মুরসির বিরুদ্ধে ফৌজদারি মামলা

Mursiমিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। রোববার রাতে দেশটির প্রসিকিউটর জেনারেলের নির্দেশে এ মামলা করা হয়। গত ডিসেম্বরে রাজধানী কায়রোর আল-ইতিহিদায়া প্রেসিডেন্ট ভবনের সামনে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়। দেশটির স্থানীয় আল আহরাম পত্রিকা এ খবর জানিয়েছে। মুরসি ছাড়াও আরো ১৪ ইসলামপন্থী নেতাকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে মুসলিম ব্রাদারহুড নেতা এসাম আল-ইরিয়ান ও মোহাম্মদ আল-বেলতাগি রয়েছেন। এছাড়া মুরসির প্রেসিডেন্টসিয়াল ব্যুরোর প্রধান আহম্মদ আব্দেল-আতি, প্রেসিডেন্টসিয়াল অফিসের ডেপুটি প্রধান আসাদ শেখ, সাবেক প্রেসিডেন্টসিয়াল উপদেষ্টা আয়মান আব্দেল-রউফসহ আরো আট নেতা রয়েছেন। ২০১২’র ডিসেম্বরের এ সংঘর্ষে মুরসি সমর্থক ও বিরোধীসহ কমপক্ষে ১০ জন নিহত হন। ওই সময় মুরসি একটি নতুন ডিক্রির জারি করায় বিরোধীরা তার সমালোচনা করে এবং ডিক্রি বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করে। তদন্ত কর্মকর্তাদের মতে, মুরসি ও তার প্রেসিডেন্টসিয়াল স্টাফরা ওই দিন বিরোধীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলার নির্দেশ দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button