কা’বার গিলাফে আরও পাঁচটি স্বর্ণের রুমাল বৃদ্ধি
কা’বা শরীফের গিলাফে আরও পাঁচটি স্বর্ণের রুমাল বৃদ্ধি করা হয়েছে। এর কা’বার যেখানে হজ্বরে আসওয়াদ অবস্থিত সে স্থানটি নির্ধারণ করা, কারণ সেখান থেকে তওয়াফ শুরু করা ওয়াজিব। ‘আল্লাহু আকবার’ সম্বলিত প্রতিটি রুমাল স্বর্ণের দ্বারা খচিত। হারামাইন শরীফাইন এর তত্ত্বাবধায়ন সংস্থা এক টুইট বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, এর দ্বারা কা’বার তওয়াফ শুরু ও শেষ করার অবস্থান নির্ধারণ করা। হজ্ব ও ওমরাহ পালনের সময় কা’বা শরীফের তওয়াফ হজ্বরে আসওয়াদ অবস্থিত জায়গা থেকে শুরু করা ওয়াজিব। এ ছাড়া অন্য কোন স্থান থেকে তওয়াফ শুরু করা হলে তওয়াফ বাতিল বলে গণ্য হবে। তখন পুনরায় তাওয়াফ করা জরুরি। ভিড়ের কারণে হাজীদের এ স্থানটি নির্ধারণে কষ্ট ও ভুল হয়ে থাকে। হাজীদের সমস্যা দূর করার জন্যই এ কাজটি করা হয়েছে বলে জানানো হয়েছে।