ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৭৬
ব্রাজিলের একটি ফুটবল দলের খেলোয়াড়সহ ৮১ আরোহী নিয়ে একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের ৭৬ জনেরই মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে কলম্বিয়ার মেডেলিন শহরের বিমানবন্দরের অবতরণের সময় একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বিমানে থাকা বাকি সবাই নিহত হয়েছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানটিতে ব্রাজিলের চ্যাপেকোনস ফুটবল দলের সদস্যরা ছিলেন। দক্ষিণ আমেরিকা ক্লাব ফুটবলের ফাইনালে কলম্বিয়ার অ্যাটলিকো ন্যাশনালের বিপক্ষে খেলার কথা ছিল তাদের।
কর্মকর্তারা আরো জানান, কলম্বিয়ার মেডেলিনের বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি শহরের বাইরে একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।