এশিয়ার মোস্ট প্রোমিজিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড লাভ করেছে বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এশিয়ার মোস্ট প্রোমিজিং ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৩ লাভ করেছে। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ব্র্যান্ড অ্যান্ড লিডারশিপ সম্মেলন ২০১৩-এ বেক্সিমকো ফার্মাকে এ পুরস্কার দেয়া হয়। এশিয়ার উদীয়মান ২০০ ব্র্যান্ডের মধ্যে বেক্সিমকো প্রথম ৩০টির মধ্যে স্থান পায়। ফার্মা ক্যাটিগরিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রি সেরার পুরস্কার লাভ করে। বেক্সিমকো ফার্মার সিওও (চিফ অপারেটিং অফিসার) রাব্বুর রেজা ২৭শে আগস্ট দুবাইতে এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। এতে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান এমপি অসাধারণ নেতৃত্ব প্রদানের মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় ‘এশিয়ার মোস্ট ইনফ্লুয়েনশিয়াল লিডার অ্যাওয়ার্ড’ লাভ করেন। ওয়ার্ল্ড কনসাল্টিং অ্যান্ড রিসার্চ করপোরেশনের (ডব্লিউসিআরসি) উদ্যোগে আয়োজিত এ উদ্যোগে বিশ্বের নেতৃস্থানীয় অডিট এবং অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজি উপদেষ্টা হিসেবে কাজ করে। আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বিচারক প্যানেল প্রসিদ্ধ ব্র্যান্ডগুলোকে মূল্যায়নের পর এ পুরস্কারের জন্য নির্বাচিত করেন। এ বিচারক প্যানেলের চেয়ারম্যান হিসেবে ছিলেন বিশ্বের প্রসিদ্ধ বিপণন গুরুদের অন্যতম অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ড। ৫০টি শিল্প ক্যাটিগরিতে এশিয়ার উদীয়মান ২০০টি ব্র্যান্ডের মধ্যে গত কয়েক বছরে ব্যাপক উন্নয়নের মাধ্যমে অগ্রগামী করেছে এমন কোম্পানিগুলোকে এ পুরস্কার দেয়া হয়। দু’দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার বিপণন, বিজ্ঞাপন ও ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের কোম্পানি, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, করপোরেট লিডার, বিজনেস প্রফেশনাল ও ভিআইপিরা অংশগ্রহণ করেন।