পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
পাকিস্তানে ৪০ যাত্রী নিয়ে বিমান ‘বিধ্বস্ত’। পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন রেডিও পাকিস্তানকে উদ্ধৃত করে লিখছে চিত্রল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে পিআইএ-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে। তবে পিআইএ এখনও বলছে বিমানটির খোঁজ মিলছে না।
বিবিসি বাংলা জানায়, আঞ্চলিক সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টরসকে জানিয়েছেন ইসলামাবাদ থেকে ৪৩ মাইল দুরে হেভালিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
ডন জানিয়েছে, ওই বিমানে দেশটির জনপ্রিয় সংগীতজ্ঞ জুনাইদ জামশেদের থাকার কথা। তবে তাঁর ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।