১৯ ডিসেম্বর পাল্টে যেতে পারে ট্রাম্পের ভাগ্য!
ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়া রুখতে ইলেকটোরাল কলেজের ৩০ জন রিপাবলিকান সদস্য তার পক্ষে ভোট নাও দিতে পারেন। আর এই ধারা চলতে থাকলে আগামী ১৯ ডিসেম্বর বদলে যেতে পারে ২০১৬ সালের মার্কিন নির্বাচনের ফলাফল। পাল্টে যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য। হার্ভার্ড ইউনিভার্সিটির আইনের অধ্যাপক ল্যারি ল্যাসিগের বরাত দিয়ে এ কথা জানিয়েছে দি ইনডিপেনডেন্ট।
ইলেকটোরাল কলেজের সদস্যরা যেন নিজেদের পছন্দমতো ভোট দিতে পারেন সেজন্য তাদের সব রকমের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এই আইনের অধ্যাপক। যদিও এবারের নির্বাচনে ডেমোক্রেটিকদের পক্ষে মনোনয়ন চাওয়ার দৌড়ে হিলারির সঙ্গে নিজেও ছিলেন ল্যারি।
জনপ্রিয় ভোটে এগিয়ে থাকা প্রার্থীকে ভোট দিতে বেশির ভাগ রাজ্যের ইলেকটোরাল কলেজ প্রতিনিধিরা অনেকটা বাধ্য থাকেন। কিন্তু অধ্যাপক ল্যারি বলেন, যার যার বিবেক ও ইচ্ছা অনুযায়ী তাকে ভোট দিতে দেওয়া উচিত। এরই মধ্যে ৩০ জন রিপাবলিকান ইলেকটোরাল কলেজ প্রতিনিধি ট্রাম্পকে ভোট না দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে তাকে গোপনে জানিয়েছেন।
তবে প্রকাশ্যে শুধু একজন রিপাবলিকান ইলেকটরই সে কথা বলেছেন। তিনি টেক্সাসের ক্রিস সাপরান। তিনি বলেছেন, ১৯ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট দেবেন না তিনি। তার মতে, ট্রাম্প নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।
ল্যারি ল্যাসিগ বলেন, আর এই সংখ্যা যদি ৩৭-এ পৌঁছায় তাহলে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পাবেন না ট্রাম্প। আর সে ক্ষেত্রে ভোটের ফলাফল হবে খুবই চমকপ্রদ।