জর্ডানের রানীর সামনে অবনত পোপ ফ্রাঁসিস
বিশ্বের ক্যাথলিক সমাজে তোলপাড় ফেলে দিয়েছেন পোপ ফ্রাঁসিস। এর কারণ জর্ডানের রানী রানিয়া। তিনি স্বামী বাদশা দ্বিতীয় আবদুল্লাহকে সঙ্গে নিয়ে পোপ ফ্রাঁসিসের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তখন রানিয়ার সামনে মাথানত করে সম্মান জানান পোপ। অভিযোগ উঠেছে, তিনি প্রটোকল ভঙ্গ করেছেন। একজন মুসলমানের সামনে মাথা নত করতে পারেন না পোপ। এটা নাকি তাদের রীতির বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ডেইলি মেইল। এতে বলা হয়, আরেকবার পোপ ফ্রাঁসিস নিজের ইচ্ছায় রীতি ভঙ্গ করে একজন মুসলিমের সামনে, জর্ডানের রানী রানিয়ার সামনে মাথানত করেছেন। তিনি বিশ্বের ১২০ কোটি ক্যাথলিকের নেতা। প্রটোকল অনুযায়ী, দর্শনার্থীরা ভ্যাটিক্যানে পোপের সামনে গিয়ে মাথানত করেন। কিন্তু রানিয়া যখন তার স্বামীকে সঙ্গে নিয়ে পোপের সামনে যান তখন পোপ মাথানত করে তাদের সম্মান জানান। তবে তিনি রানিয়ার স্বামী বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলার সময় মাথানত করেননি। এ বিষয়ে ভ্যাটিক্যানের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পোপ হিসেবে অভিষিক্ত হওয়ার আগে একবার এমন কাজ করেছিলেন পোপ ফ্রাঁসিস। সেই একই কাজ আবার করলেন। এক্ষেত্রে তিনি প্রটোকলের ধার ধারেননি। বিংশ শতাব্দী পর্যন্ত যেসব দর্শনার্থী পোপের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তারা পোপের জুতায় চুমু দিতেন। কিন্তু সেই ধারার কিছুটা এখনও রয়েছে। পোপের সামনে গিয়ে তার প্রতি মাথানত করতে হয় নারীসহ সব দর্শনার্থীকে।