ফ্রান্সে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা
উন্নয়নশীল দেশগুলোর জন্য ফ্রান্স দিচ্ছে আইফেল স্কলারশিপ। যাতে রয়েছে বিমান টিকিটসহ টিউশন ফি ও অন্যান্য যাবতীয় খরচ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদেরকে এ স্কলারশিপ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৬ই জানুয়ারি। আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশিপ দেয়া হবে। ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, ল’ পলিটিক্যাল সায়েন্স বিষয়ে স্কলারশিপ দেয়া হবে। ১১৮১ ইউরো মাসিক ভাতা, রাউন্ড-ট্রিপ, এয়ার-টিকিট, আবাসন সুবিধা, অন্যান্য সুবিধা থাকবে স্কলারশিপের আওতায়। প্রার্থীকে ইউরোপের কোনো দেশের নাগরিক বা দ্বৈত নাগরিক হতে পারবে না। শিক্ষাজীবনে প্রথম বিভাগধারীদের মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য বয়স ৩০ বছর ও পিএইচডি কোর্সের জন্য ৩৫ বছরের বেশি হওয়া চলবে না। শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজি অথবা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হতে হবে। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করার জন্য http:/www.campusfrance.org/en/eiffel পাওয়া যাবে।