লন্ডনে সতর্ক পুলিশ
তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হত্যা ও জার্মানিতে একটি মার্কেটে ট্রাক ঢুকিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যার পর নিরাপত্তা পর্যালোচনা করছে লন্ডন পুলিশ। বড়দিন উপলক্ষে এখন উৎসবের সময়। এ সময়ে বিভিন্ন রকম সরকারি অনুষ্ঠান থাকে, বেসরকারি কর্মসূচি থাকে। এ সব ইভেন্টে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছেন তারা। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে পুলিশ। তাতে বলা হয়েছে, বড়দিন ও নতুন বর্ষবরণকে কেন্দ্র করে যেসব পাবলিক ইভেন্ট হবে তাতে নিরাপত্তা দেয়ার জন্য মেট্রোপলিটন পুলিশের পরিকল্পনা রয়েছে। ‘তাই রুটিন অনুযায়ী, বিদেশে হামলার পর পূর্ব সতর্কতা হিসেবে আমাদের পরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে। সোমবার রাতে বার্লিন ও আঙ্কারার নির্মম ঘটনার পর আমরা আমাদের সেই পরিকল্পনা এখনই কার্যকর করছি।