৯১ যাত্রী নিয়ে কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিখোঁজ হওয়া বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
নাম প্রকাশ না করা একটি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, কৃষ্ণ সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছে একটি উদ্ধারকারী দল।টিইউ-১৫৪ বিমানটিতে ৯১ জন আরোহী ছিলেন।
এর আগে রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কৃষ্ণ সাগরের তীরবর্তী অবকাশ শহর সোচি থেকে বিমানটি ৫টা ২০ মিনিটে আকাশে ওড়ে। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ব্যবধানে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
অসমর্থিত খবরে বলা হয়, বিমানটি সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাচ্ছিল। বিমানটিতে ৮১ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও সঙ্গীত শিল্পী ছিলেন। উড্ডয়নের পরপরই ৫ থেকে ৭ কিলোমিটার দূরে বিমানটি গিয়ে রাডার থেকে এর অবস্থান বিচ্ছিন্ন হয়ে যায়।
অনির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাশিয়ার সেনাবাহিনীর একটি গায়ক দল আলেক্সান্দ্রভ আঁসঁব্ল থেকে সিরিয়া যাচ্ছিল।