বড়দিনের শেষ শুভেচ্ছা বার্তা ওবামার

obamaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা শনিবার হোয়াইট হাউস থেকে তাদের বড়দিনের শেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় উভয়ে যে অভিন্ন মূল্যবোধ সকল ধর্মের আমেরিকানকে ঐক্যবদ্ধ করেছে তা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
মিশেল ওবামা বলেন, ‘যে মূল্যবোধে তাড়িত হয়ে আমরা হই আমাদের ভাই ও বোনের রক্ষক সে একই আচরণ করা উচিত অন্যদের সাথে এবং অন্যদেরও উচিত আমাদেরকে একইভাবে দেখা।’
ওবামা বলেন, ‘এইসব মূল্যবোধ কেবল আমার পরিবারের খ্রীষ্টধর্মে বিশ্বাসীদেরই নয়, বরং ইহুদী আমেরিকান, মুসলিম আমেরিকান, অবিশ্বাসী ও সকল মতের আমেরিকানকেই পথ চলতে সাহায্য করে।’
ওবামা বলেন, পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে তিনি যখন দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র এখন তার চেয়েও বেশি শক্তিশালী।
তিনি আরো বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা সফলভাবে মোকাবেলা করেছি। আমরা বেকারত্বের হার সর্বনিম্নে নামিয়ে এনেছি।’
বিদায়ী প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্রকে আরো শ্রদ্ধাশীল করেছি।-বাসস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button