ব্রিকলেইন জামে মসজিদের বার্ষিক ক্বিরাত প্রতিযোগীতা ও সনদ বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
প্রতি বছরের ন্যায় এবারো বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী, অভিভাবক ও মুসল্লিগনের উপস্থিতিতে ব্রিকলেইন জামে মসজিদের বার্ষিক সামার ক্বিরাত প্রতিযোগীতার সনদ বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ৩১ আগষ্ট শনিবার দুপুরে মসজিদের মেইন হলে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় অনুষ্ঠানে আগত অতিথিগন বলেন, ইসলামিক শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসলামিক জ্ঞান বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে ইসলামিক অনুশাসন মেনে চলতে তাদের সহায়তা করবে। সাথে ব্রিটিশ মাল্টিকার্লচারাল সমাজে নিজেদের ধর্মীয় রীতিনীতি ধরে রেখে কমিউনিটির অগ্রযাত্রাকে সমৃদ্ধি করবে। বক্তারা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল শিশুর ভবিষ্যত সফলতা কামনা করেন।
ব্রিকলেইন মসজিদের খতিব মোহাদ্দিছ নজরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইয়াসিন আহমদ এর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, জেনারেল সেক্রেটারী মো: হেলাল উদ্দিন আলী, মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা আব্দুল মছব্বির দুলু, মতিউর রহমান, আনছারুল হক, আঙ্গুর আলী, সিরাজুল ইসলাম, শওকত সিদ্দিকী, ক্বারী আবুল ফয়েজ, ক্বারী মুহিব মোহাম্মদ আল খাছিম, হাবিব রহমান, আব্দুল মুকিত, হাফিজ সাজ্জাদুর রহমান, আব্দুল হান্নান, আব্দুল জব্বার।
অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলেদেন অতিথিগন।