‘বিশ্ব বাণিজ্যে ভয়াবহ হুমকি ট্রাম্প প্রশাসন’
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ভয়াবহ হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ জন্য বিশ্ব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে ইউরোপকে। মঙ্গলবার এ কথা বলেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী মাইকেল সাপিন। তিনি ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে এয়াজিত আন্তর্জাতিক অর্থনীতিবিদদের এক সমাবেশে বক্তব্য রাখছিলেন। এ সময় সাপিন বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের অংশীদাররা দৃশ্যত একতরফা রক্ষণাত্মক সিদ্ধান্ত নিচ্ছেন। এতে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য হুমকি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের নেয়া সিদ্ধান্ত। আমাদের অর্থিৈনতক প্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকিতে পড়া শুধু অসহায়ের মতো তাকিয়ে দেখতে পারে না ফ্রান্স। পারে না ইউরোপও।