সহজ হচ্ছে সুইজারল্যান্ডে নাগরিকত্ব পাওয়া

Swiইউরোপের দেশ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আগ্রহ বিশ্বজুড়ে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ সুইজারল্যান্ডে এতদিন নাগরিকত্ব পাওয়ার নীতি খুবই কঠিন ছিলো।
দীর্ঘ-স্থায়ীভাবে যেসব বিদেশিরা সেখানে বসবাস করেন, নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে তাদেরকে  অন্তত ১২ বছর অপেক্ষা করতে হতো।এমনকি সেখানে জন্ম নিলেও অন্যদেশি বংশোদ্ভূতরা নাগরিক হতে পারতেন না। তবে সেই নিয়ম পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সুইজারল্যান্ডে নাগরিকত্বের কঠোর নীতি সহজ করার একটি প্রস্তাবে সমর্থন দিয়েছে দেশটির ভোটাররা। ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৯ ভাগ ভোটার একে সমর্থন দিয়েছে।
ফলে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী তৃতীয় প্রজন্মের অভিবাসী, যাদের বাবা-মা বা দাদা-দাদী সেখানে স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে।
সরকারি হিসেবে দেখা যায়, মোট জনসংখ্যার ২৫ শতাংশই সুইজারল্যান্ডের নাগরিক নন।
প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের অভিবাসীদেরকে আর এধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে না।
তবে বিরোধিরা বলছেন, এর ফলে জনগণের বিশাল একটা অংশ খুব সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন।
বিশেষ করে দেশটিতে কাছাকাছি সময় মুসলিম অভিবাসী বিরোধী মনোভাব তৈরি হয়েছে। এর আগে গত ৩০ বছরে এই আইনটি শিথিল করার ব্যাপারে তিনবার ভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রত্যেকবারই জনগণ সেই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।
এবার সেই ভোটাররাই পক্ষে রায় দিলেন। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। -বিবিসি বাংলা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button