৬৯তম সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন ফিলিস্তিনি নারী
তার বয়স ৪০। জন্ম দিয়েছিলেন ৬৮টি সন্তানের। ৬৯তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলেন গাজার এই মা। বিশ্বের মধ্যে ফিলিস্তিনি নারীদের মধ্যেই সন্তান জন্মদানের প্রবণতা সবচেয়ে প্রবল। কারণ, চিরবৈরি দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে টিকে থাকা।
জীবনে কোনও দিন কন্ট্রাসেপটিভ ব্যবহার করেননি তিনি। ১৬ বার যমজ, সাত বার ট্রিপলেটস (তিনটি সন্তান এক সঙ্গে) এবং চার বার কোয়াড্রপলেটস (চারটি সন্তান এক সঙ্গে) সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মহিলার স্বামী তাঁর মৃত্যুর খবর দেন।
তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে উর্বর মহিলা। তাঁর আগে ৬৯টি সন্তানের জন্ম দেওয়ার রেকর্ড ছিল ভাসিলায়েভা নামের এক রাশিয়ান মহিলার। মৃত্যুর আগে সেই রেকর্ড ছুঁয়ে গেলেন ফিলিস্তিনি এই নারী।