সৌদি আরবে কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ নিলেন ২০ লাখ শিক্ষানবিশ

সৌদি আরবের প্রশিক্ষক সংস্থা ও কলেজ থেকে স্বেচ্ছাসেবামূলক কাজের ওপর প্রশিক্ষণ নিয়ে ২০ লাখের বেশি শিক্ষানবিশ উপকৃত হয়েছে।
দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেইনিং কর্পোরেশন (টিভিটিসি) একথা জানিয়েছে।
টিভিটিসি’র গভর্নর আহমেদ বিন ফাহাদ আল-ফুহাইদ মঙ্গলবার ‘স্কাউট অ্যান্ড ভলেন্টারি ওয়ার্ক’-এর ওপর বিশ্ব সম্মেলনে এ ঘোষণা দেন।
টিভিটিসি এক বিবৃতিতে জানায়, বাদশাহ্ সালমানের পৃষ্ঠপোষকতায় সৌদি অ্যারাবিয়ান বয় স্কাউটস অ্যাসোসিয়েশন (এসএবিএ) এই সম্মেলনের আয়োজন করে।
কনফারেন্স চলাকালে আরো প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কারিগরী কলেজ স্থাপনে টিভিটিসি ও সাবার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
টিভিটিসি গভর্নর বলেন, টিভিটিসি স্বেচ্ছাসেবীরা বিনিয়োগ এবং হজ ও উমরাহ্’র পাশাপাশি সৌদি জাতীয় দিবসে সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে।
টিভিটিসি বিদ্যুৎ, পানি ব্যবস্থাপনা, ছুতোর কাজ, গাড়ি ব্যবস্থাপনা, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনারিং ও ঝালাইয়ের কাজসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত শিক্ষাকে প্রাধান্য দিয়ে সকল কলেজ ও প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড বাড়াতে চাইছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button