২২ মার্চ নাজির বাজার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অভিষেক
নাজির বাজার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র এক্সিকিউটিভ কমিটির সাধারণ সভা গত ১৩ মার্চ সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুস্টিত হয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মুশাহিদ হোসাইন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক এম এ আলী’র পরিচালনায় সভায় বক্তারা বলেন, আর্থ -মানবতার কল্যাণের জন্য মানবতাবাদী একদল উদ্দ্যমী মানুষের প্রচেষ্টার ফসল এ ট্রাস্ট কে আগামী দিনের জন্য একটি মডেল সংগঠনে পরিণত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
বক্তারা আগামী ২২ মার্চ পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্টিতব্য নাজির বাজার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র অভিষেক ও প্রথম ম্যাগাজিন “তেপান্তর” এর প্রকাশনা সফল করতে সংগঠনের সকল ট্রাষ্টি, সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ীদের প্রতি অনোরুধ জানানো হয়।
ট্রাস্ট এর প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি এনাম চৌধুরী’র তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাসুদ আহমেদ, ট্রেজারার তহুর আলী, ভাইস-চেয়ারম্যান এনামুল হক, ভাইস-চেয়ারম্যান মকসুদ রহমান, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ওবাইদুর রহমান জুনেদ, এডুকেশন সেক্রেটারি ইকবাল আহমেদ, অফিস সেক্রেটারি শামীম আহমেদ, সদস্য দৌলত হোসাইন ও সদস্য নাসির উদ্দিন খান সেবুল।