ব্রাদারহুডকে নিষিদ্ধ চেয়ে আদালতে মামলা
মিশরের মুসলিম ব্রাদারহুডের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছে দলটির বিরোধিতাকারীরা। আদালত মামলার শুনানির জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, গত মার্চে বেসরকারি সংগঠন(এনজিও)হিসেবে নিবন্ধন নেয় মুসলিম ব্রাদারহুড। সংগঠনটির বিরোধীদের দাবি, মুসলিম ব্রাদারহুডের কোনো আইনি বৈধতা নেই।
১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড দীর্ঘদিন নিষিদ্ধ করে রেখেছিল সামরিক শাসকরা। প্রথমবার নিষিদ্ধ হয় ১৯৫৪ সালে। এরপর দীর্ঘ প্রায় ছয় দশক নিষিদ্ধ থাকার পর ২০১১ সালে হুসনি মোবারকের পতনের পর আবারো পাদপ্রদীপে আসে ব্রাদারহুড।
তবে, ব্রাদারহুড রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত না হয়ে নতুন রাজনৈতিক দল ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি গঠন করে নির্বাচনে অংশ নেয়। আর ব্রাদারহুড থেকে যায় সামাজিক সংগঠন হিসেবে।