বাংলানিউজের বিরুদ্ধে ইউনাইটেড এয়ারের ৫০০ কোটি টাকার মামলা

United Airঅনলাইন পত্রিকা বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী। মামলায় পত্রিকাটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক শাহেদ এরশাদকে আসামি করা হয়েছে। রাজধানীর সিএমএম কোর্টে বৃহস্পতিবার মামলা (নং ৪১২/১৭) দায়ের করেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে বৃহস্পতিবার রাতে জানা যায়, ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে একাধিকবার বিভ্রান্তীকর তথ্য প্রকাশ করে বাংলানিউজ। অসত্য ও মনগড়া তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করা হয়। এমন তথ্য প্রকাশ করায় ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীর সম্মনহানী এবং কোম্পানির স্বার্থ ক্ষুণ্ন হয়। ধারাবাহিকভাবে বিভ্রান্তীকর এমন তথ্য প্রকাশ করায় গত বছরের ২০ ডিসেম্বর পত্রিকার সম্পাদক বরাবর উকিল নোটিস পাঠায় ইউনাইটেড এয়ার কর্তৃপক্ষ। নোটিসে প্রকাশিত সংবাদের বিভিন্ন অসম্পূর্ণ তথ্য এবং ১০০০ কোটি টাকা নিয়ে এমডি উধাও সম্পর্কে জানতে চাইলে বাংলানিউজ কর্তৃপক্ষ এড়িয়ে যান। পত্রিকাটিকে আইনি নোটিশ দিলে এর ব্যাখ্যা প্রদান না করায় অবশেষে মামলা দায়ের করেন ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।
উল্লেখ্য, প্রবাসী বিনিয়োগের একটি বড় অংশ নিয়ে বাংলেদেশে যাত্রা শুরু করেছিল ইউনাইটেড এয়ার। বাংলা নিউজে প্রকাশিত সংবাদের ফলে এনিয়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ করা যায় যুক্তরাজ্যে প্রবাসীদের মাঝে। এ ধরনের খবর প্রচারের কারনে প্রবাসী বিনিয়োগ ভবিষ্যত নিয়েও শংকিত ব্যবসায়িমহল। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ড রিজিওন সভাপতি বশির আহমেদ বলেন, বাংলাদেশ সরকারের প্রবাসি বিনিয়োগ নিরাপদ রাখার পাশাপাশি প্রবাসীদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোন চক্রান্ত কিংবা অপপ্রচারের বিরুদ্ধেও ভুমিকা রাখতে হবে। কারন ভিত্তিহীন অপপ্রচার প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে ভয়াবহ রকম অনাস্থা তৈরী করছে। দেশের স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরন তৈরি করতে হবে সাইবার অপরাধের বিরুদ্ধে।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মিথ্যা সংবাদ প্রকাশের বিরূদ্ধে বারবার তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বলে জনাব বশির উল্লেখ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button