বায়ুবিদ্যুতের রেকর্ড গড়ল স্কটল্যান্ড

scotlandগত মাসে বাতাস নিয়ন্ত্রিত টারবাইন থেকে স্কটল্যান্ডে যে পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়েছে তা তাদের প্রয়োজনেরচেয়েও ৩৬ শতাংশ বেশি। দেশটিতে প্রায় ৩৩ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে হয়। মার্চ মাসে ওই টারবাইনগুলো প্রায় ১২ লাখ মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ দেশটির জাতীয় গ্রিডে যোগ করতে সক্ষম হয়। যা গতবছরের একই মাসের তুলনায় ৮১ শতাংশ বেশি। স্কটল্যান্ডের ওয়েদার এনার্জি পরিসংখ্যান থেকে এই তথ্য পাওয়া যায়। মার্চেই দেশটির মোট বিদ্যুৎ চাহিদার ৫৮ শতাংশ পাওয়া গেছে বাতাস শক্তি থেকে।
ডব্লিউ ডব্লিউ এফ স্কটল্যান্ডের পরিচালক ল্যাং ব্যাঙ্কস বলেন, ‘আগের বছরগুলোর তুলনায় গত মার্চ মাসে খুব বেশি বাতাস ছিলোনা। তবে এক্ষেত্রে সাফল্য আরও বেশি বেশি পরিমাণে বাতাস নির্ভর ফার্ম তৈরীতে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, ‘বাতাস যেভাবে আমাদের বাড়িঘর এবং ব্যাবসাবাণিজ্যকে শক্তি যোগাচ্ছে এবং স্কটল্যান্ডের শক্তিসম্পদের উৎস হয়ে পড়েছে সেভাবে এটি আসলে প্রতিবছর কয়েক মিলিয়ন টন কার্বন নি:সরণ থেকেও পৃথিবীকে সুরক্ষা দিচ্ছে।’
ওয়েদার এনার্জি’র কর্মকর্তা কারেন রবিনসন বলেন, ‘এটা দারুণ উৎসাহব্যঞ্জক যে, ধীরে ধীরে স্কটল্যান্ড বাতাসকে তাদের শক্তিসম্পদের অন্যতম উৎসে পরিনত করেছে।’
সমুদ্রোপকূলে স্কটিশ ঘূর্ণনযন্ত্রখাতে সহযোগীতা দেওয়া বন্ধ করে দিয়েছে ব্রিটেন। সাম্প্রতিক সাফল্যে সেই দু:খ ভুলে গেছে স্কটিশরা। ব্যাঙ্কস মনে করেন, স্টটল্যান্ডের সব রাজনীতিবিদেরই উচিৎ এই শক্তিমত্তাকে অনুধাবন করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button