বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ঢাকা
জাতিসংঘের হ্যাবিটেট প্রতিবেদনে ঢাকাকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বাস করে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিসংখ্যান অফিস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে ইউএন হ্যাবিটেট। ঘনবসতির দিক দিয়ে এক নম্বর অবস্থানে আছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। তৃতীয় অবস্থানে কলম্বিয়ার শহর মেডেলিন এবং চতুর্থ অবস্থানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
বসতির এই ঘনত্ব নির্ধারণে মূল শহরের আশপাশের অধিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জাতিসংঘের ডেমোগ্রাফিক ইয়ারবুকে বসতির ঘনত্ব নির্ধারণে শুধু ‘মূল শহর’-এর অধিবাসীদের ধরা হয়েছে। সেই হিসাবে ম্যানিলা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ইউরোপের প্যারিস, এথেন্স এবং বার্সেলোনা, উত্তর আমেরিকার নিউইয়র্ক এবং অস্ট্রেলিয়ার সিডনি এই তালিকায় অন্তর্ভুক্ত।
প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (নিপোর্ট) তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকায় বর্তমানে ১ কোটি ৬৪ লাখ মানুষ বাস করছে।