ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ মাস ছাত্র রাজনীতি নিষিদ্ধ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী ১ মাসের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভা আহ্বান করে। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিবেচনা করে আগামী এক মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে সব প্রকার মিছিল, সভা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আগামী ১ মাসের জন্য ক্যাম্পাসে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময় কেউ রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।