আমরিকা-আমিরাত নতুন সামরিক চুক্তি সই
আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নতুন সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ শরীক ইউএই।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ক্রিস্টোফোর শেরউড জানিয়েছেন, দেশ দুইটি ১৯৯৪ সালে যে সামরিক চুক্তি সই করেছিল তার স্থলাভিষিক্ত হবে এটি। নতুন চুক্তি অনুযায়ী ওয়াশিংটন আরো বেশি সেনা এবং সামরিক সরঞ্জাম আরব এ দেশটিতে পাঠাতে পারবে।
আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আন-নাইয়ানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিস সাক্ষাতের পরই এ চুক্তির ঘোষণা দেয়া হলো। মার্কিন এবং আমিরাত দ্বিপাক্ষিক সামরিক জোটের বিষয়ে আলোচনার জন্য তারা সাক্ষাৎ করেছিলেন।