সংসদের মেয়াদের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন : সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বর্তমান সংসদের মেয়াদ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, সংসদ কবে ভাঙবে, এ বিষয়ে সিদ্দান্ত নেয়ার এখতিয়ার সংবিধানে প্রধানমন্ত্রীর উপরে ন্যস্ত করা হয়েছে হয়েছে। প্রধানমন্ত্রী চাইলে মেয়াদ উত্তীর্ণ হবার ৯০ দিন আগে সংসদ ভেঙে দেয়ার জন্যে রাষ্ট্রপতিকে অনুরোধ করতে পারেন। আবার তিনি চাইলে সংসদের মেয়াদ উত্তীর্ণ হবার পরেও সংসদ ভেঙে দেবার আহ্বান জানাতে পারেন। সংসদ নেতা হিসেবে তিনিই এই সিদ্ধান্ত নেবেন। সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের মিথ্যাচারের জবাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদ নেতা মীর হোসেন আক্তার প্রমুখ। ‘আওয়ামী লীগ চালাকি করে ক্ষমতায় থাকতে চায়’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কোন চালাকি নয়। সংবিধান অনুযায়ি প্রধানমন্ত্রী তার মতা প্রয়োগ করবেন কি করবেন না সেটা তাঁর সিদ্ধান্ত। আমরা কোনো চালাকি করি না। চালাকি করা বিএনপির অভ্যাস। তিনি বলেন, মওদুদ সাহেব আইনমন্ত্রী থাকাকালে বিচারকদের চাকুরির বয়স দুই বছর বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করেছিলেন। কিন্তু আমরা কোনো তুচ্ছ কারণে সংবিধান সংশোধন করিনি।