বন্ধ করে দেয়া হলো দৈনিক সিলেটের ডাক
সিলেটের বহুল প্রচারিত পাঠকনন্দিত পত্রিকা স্থানীয় দৈনিক `দৈনিক সিলেটের ডাক`-এর ডিক্লারেশন (প্রকাশনার অনুমোদন) বাতিল করেছে সিলেটের জেলা প্রশাসন।
রবিবার ডিক্লারেশন বাতিলের নোটিশ সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার জানান, বৃহস্পতিবার ডিক্লারেশন বাতিলের নোটিশে স্বাক্ষরের পর রবিবার সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পত্রিকাটির প্রকাশক রাগীব আলী সাজাপ্রাপ্ত হওয়ায় এই ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
ডিক্লারেশন বাতিল হওয়ায় শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন সিলেটের ডাক পত্রিকাটি আর প্রকাশ করা যাবে না বলে জানান জেলা প্রশাসক। প্রায় ৩৩ বছরের পুরনো প্রত্রিকাটি ১৯৮৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছিল।