চিন্তা-ভাবনাও আসছে হ্যাকারদের কব্জায়!

Email Enterমানুষের চিন্তা-ভাবনাও চলে আসছে হ্যাকারদের কব্জায়। একটি গবেষণা জানাচ্ছে, স্রেফ চিন্তা-ভাবনা ‘ট্র্যাক’ করেই পিন নাম্বার, পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা।
চিন্তা-ভাবনা ট্র্যাক করার জন্য আছে ইলেকট্রোএনসেফালোগ্রাফ বা ইইজি হেডসেট। এই হেডসেট পরলে রোবট খেলনা ও ভিডিও গেম, যেগুলোর মন আছে বলে দাবি করা হয়, সেগুলো নিয়ন্ত্রণ করা যায়।
যুক্তরাষ্ট্রের বার্মিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, যে এই হেডসেট পরে ভিডিও গেম খেলেছেন, তিনি যদি খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রেখে হেডসেট পরেই নিজের ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করেন, তার পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের দখলে চলে আসতে পারে। এই ধরনের ডিভাইস হ্যাকারদের সামনে বিরাট সম্ভাবনার জগৎ খুলে দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button