লন্ডনে আবারও ভবনে আগুন
পূর্ব লন্ডনে রিজেন্টস ক্যানেলের কাছে একটি ফ্ল্যাট ব্লকে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লন্ডন ফায়ার ব্রিগেড অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বেথনাল গ্রিনের বৌ হর্ফ এলাকার ওয়েনিংটন রোডে অবস্থিত নির্মাণাধীন ৫তলা ওই ভবনটিতে রোববার সকাল ১১টার দিকে আগুন লাগে।
খবর পেয়ে ১২টি ফায়ার ইঞ্জিনে অগ্নিনির্বাপক বাহিনীর ৮০ সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা।
ভবনটির ছাদের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তারা। টুইটারে ইব্রাহিম সিএইচএস টিভি নামে একটি অ্যাকাউন্টে পুড়তে থাকা ভবনটির ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, ওই ভবনের চারতলায় আগুন দাউদাউ করে জ্বলছে।
তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ অগ্নিকাণ্ডের ফলে ওই ভবনের ২৪টি ইউনিটের প্রতিটির জন্য ১০ লাখ পাউন্ড করে মোট ২ কোটি ৪০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।